
সাইফুল ইসলাম তুহিন স্টাফ রিপোর্টার : নোয়াখালী জেলার বিচ্ছিন্ন দ্বীপ হাতিয়া উপজেলার ১০নং জাহাজমারা ইউনিয়নের ৭নং ওয়ার্ড মোহাম্মদপুরে পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে (২৯শে মার্চ) শনিবার বিকাল ৩টা’সময় ৫১টি অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করেছে হাজী নূর মিয়া ফাউন্ডেশন।
ঈদের আনন্দ যেন সবাই উপভোগ করতে পারে, সেই লক্ষ্যেই ফাউন্ডেশনের পক্ষ থেকে এই মহতী উদ্যোগ নেওয়া হয়। খাদ্যসামগ্রীর মধ্যে ছিল চিনি,সাকু, কিসমিস, লুডলুস, সুজি,সেমাই ও দুধসহ ৯ আইটেম নিত্যপ্রয়োজনীয় পণ্য।
উপহার হাতে পেয়ে অসহায় পরিবারগুলোর চোখে ছিল কৃতজ্ঞতার ঝিলিক।এক বৃদ্ধ বলেন, আমাদের মতো গরিব মানুষের জন্য ঈদ মানে কষ্ট। কিন্তু এই উপহার পেয়ে মনে হচ্ছে, আমরাও ঈদের আনন্দে শরিক হতে পারবো। আল্লাহ এই ফাউন্ডেশনের কল্যাণ করুক।
এক গৃহবধূ বলেন,স্বামী অসুস্থ, হাতে টাকা নেই, কীভাবে ঈদ করবো ভাবতে পারছিলাম না। এই উপহার পেয়ে সন্তানদের মুখে হাসি ফোটাতে পারবো।
একইভাবে এক দিনমজুর বলেন,
“যাদের টাকা আছে, তারা তো ভালোভাবে ঈদ করে। কিন্তু আমাদের মতো মানুষের কথা কয়জন ভাবে? আল্লাহ এদের মঙ্গল করুক।
হাজী নূর মিয়া ফাউন্ডেশনের সদস্যরা বলেন, আমাদের লক্ষ্য, কেউ যেন অভুক্ত থেকে ঈদ না করে। অসহায়দের মুখে হাসি ফোটানোই আমাদের প্রধান উদ্দেশ্য। আগামীতে আরও বেশি মানুষের পাশে দাঁড়ানোর পরিকল্পনা রয়েছে।
স্থানীয় জনপ্রতিনিধি ও সমাজসেবকরা এই উদ্যোগের প্রশংসা করেন। তারা বলেন,
“এ ধরনের সহায়তা সমাজের বিত্তবানদের জন্য অনুপ্রেরণা হওয়া উচিত। সবাই যদি একটু করে এগিয়ে আসে, তাহলে দারিদ্র্য কিছুটা হলেও কমবে।”
হাজী নূর মিয়া ফাউন্ডেশনের এই মানবিক উদ্যোগ শুধু সহায়তা নয়, এটি ভালোবাসা ও সহানুভূতির প্রতিচ্ছবি। ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে এমন উদ্যোগ আরও বেশি প্রয়োজন।