হাতিয়ায় অবৈধ বালু ব্যবসায়ীদের বিরুদ্ধে মোবাইল কোর্ট, ১০ লক্ষ টাকা জরিমানা

হাতিয়া উপজেলা প্রতিনিধি: হাতিয়া উপজেলা প্রশাসন কর্তৃক আজ ১১ মার্চ ২০২৫ তারিখে উপজেলার চেয়ারম্যান ঘাট ও জনতা ঘাট এলাকায় অবৈধ বালু ব্যবসায়ীদের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অভিযানে অবৈধভাবে বালু উত্তোলন ও বিক্রির দায়ে চারটি মামলায় সর্বমোট ১০ লক্ষ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

উপজেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পরিচালিত এ মোবাইল কোর্টে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও উপস্থিত ছিলেন। অভিযানকালে স্থানীয় জনগণকে অবৈধ বালু উত্তোলনের ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতন করা হয় এবং ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ডে জড়িত না হওয়ার আহ্বান জানানো হয়।

উপজেলা প্রশাসন জানিয়েছে, জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিত চলবে এবং অবৈধ বালু ব্যবসার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *