ফয়জুর রহমান, ফুলপুর (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের হালুয়াঘাটে সন্ত্রাস বিরোধী আইনে করা মামলায় উপজেলা আওয়ামীলীগের সদস্য ও ৫ নং গাজীর ভিটা ইউনিয়ন পরিষদের আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান আব্দুল মান্নানকে গ্রেফতার করেছে হালুয়াঘাট থানা পুলিশ।
মঙ্গলবার দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে, এর আগে সোমবার রাতে তাকে তার নিজ বাড়ি থেকে আটক করে পুলিশ।
পুলিশ জানায় গত ৩১ জানুয়ারি রাতে দর্শা ব্রিজ পার এলাকায় আব্দুল মান্নান সঙ্গবদ্ধ হয়ে রাজনৈতিক দলের স্লোগানসহ নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সদস্যদের নিয়ে জননিরাপত্তা বিঘ্নিত করার উদ্দেশ্যে জনসাধারণের মাঝে আতঙ্ক সৃষ্টি করেন। রাষ্ট্রের সম্পত্তি ক্ষতির প্রচেষ্টায় লিপ্ত থেকে সন্ত্রাসী কার্যক্রম ডিজিটাল ডিভাইস এর মাধ্যমে প্রচার ও অর্থ সরবরাহ করায় লিপ্ত ছিলেন তিনি ।
এ ঘটনায় গত ১ ফেব্রুয়ারী হালুয়াঘাট থানায় সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা করা হয় সেই মামলায় আব্দুল মান্নানকে গ্রেফতার করা হয়।
এ বিষয়ে হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) আবুল খায়ের বলেন সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে আব্দুল মান্নানকে গ্রেফতার করা হয়েছে। তাকে আদালতে পাঠানো হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ সুমন চৌধুরী
মোবাইল: +৮৮ ০১৬৭০৫৩৯৯৩৫
জিমেইল: dainikbanglarbiplob@gmail
ওয়েবসাইট: dainikbanglarbiplob.com