
দৈনিক বাংলার বিপ্লব ডেস্ক রিপোর্ট: আজ মঙ্গলবার ১৮ই ফেব্রুয়ারী্ বিকাল ০৩ ঘটিকায় টঙ্গী এরশাদ নগরে ৪৯ নং ওয়ার্ডের্ জাতীয়তাবাদী যুবদলের এক বিশাল বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়।
সেখানে যুবদলের ৪৯ নং ওয়ার্ডের আরেফিন শুভর নেতৃত্বে এরশাদ নগর বড় বাজার হয়ে এশিয়া পেট্রোলপাম্প প্রদর্শন করে বিক্ষোভ মিছিলটি বড় বাজার এসে শেষ হয়।
এরশাদ নগর ৪৯ নং যুবদলের আরেফিন বলেন ফ্যাসিষ্ট পলাতক খুনী সেখ হাসিনার নির্দেশে সারা দেশে সন্ত্রাস, নৈরাজ্য সৃষ্টি হয়েছে।
সন্ত্রাস, নৈরাজ্য ও আওয়ামীলীগ, যুবলীগ নিষিদ্ধের দাবীতে তারা এই স্লোগান দেন। আরেফিন শুভ বলেছেন,নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী ও দৃস্কৃতকারীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলুক শাস্তির দাবীও জানান।