
ফয়জুর রহমান, (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ফুলপুর উপজেলা জাতীয়তাবাদী কৃষক দলের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। (০১ মার্চ) রোজ শনিবার দুপুরে উপজেলার পালকি কমিউনিটি সেন্টারে এই বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। উক্ত বর্ধিত সভায় ফুলপুর উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক খলিলুর রহমান খান এর সঞ্চালনায় ও কৃষক দল ফুলপুর উপজেলা শাখার সভাপতি শফিকুল ইসলাম শফিক এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষকদল কেন্দ্রীয় কমিটির সভাপতি হাসান জাফির (তুহিন) প্রধান বক্তা হিসেবে উপস্হিত ছিলেন সাবেক জাতীয় সংসদ সদস্য, সাবেক উপজেলা চেয়ারম্যান, কৃষক দল কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি ও ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির ১নং সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এডভোকেট আবুল বাশার আকন্দ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক কৃষি বিষয়ক সম্পাদক আব্দুস সামাদ আকন্দ, উপজেলা বিএনপির সাবেক সমাজ কল্যান বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন,ফুলপুর পৌর বিএনপি সহ সভাপতি নজরুল ইসলাম মাষ্টার, হালুয়াঘাট উপজেলা কৃষক দলের সভাপতি আনোয়ার হোসেন, তারকান্দা উপজেলা কৃষক দলের সভাপতি আঃ রশিদ,ফুলপুর পৌর কৃষক দলের সভাপতি আব্দুল্লাহ আল ইল্লাল, সাধারণ সম্পাদক আবুল হাসান মানিক, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইসলাম উদ্দিন সহ বিভিন্ন ইউনিয়ন কৃষক দলের সভাপতি সাধারণ সম্পাদক, ওয়ার্ড কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক বৃন্দ সহ বিভিন্ন পর্যায়ের নৃত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখেন জাতীয়তাবাদূী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি হাসান জাফির (তুহিন)
প্রধান বক্তা এডভোকেট আবুল বাশার আকন্দ বলেন আমাদের আজকের এই কাউন্সিল এটি একটি গুরুত্বপূর্ণ অনুষ্ঠান এতে আমাদের ১০ টি ইউনিয়নের ৯০ টি ওয়ার্ড প্রতিটি ওয়ার্ড থেকে ৫ জন করে প্রতিনিধি এসেছে আমরা তৃণমূলের বিভিন্ন দাবি দাওয়া শুনে সেগুলোকে মূলয়ায়ন করে মুল্যায়ন তালিকা কেন্দ্রে প্রেরন করব। প্রধান বক্তা উপজেলা বিএনপির নবগঠিত কমিটির সম্পর্কে বলেন গত কয়দিন পূর্বে যে কমিটি গঠন করা হয়েছে সেখানে আমাদের ফুলপুরে ময়মনসিংহ জেলা কমিটির একাধিক নেতৃবৃন্দ থাকলেও কারো সাথে কোন প্রকার পরামর্শ না করে আওয়ামী লীগের কমিটিতে নাম রয়েছে, এবং গত ২৪ সালের ৭ জানুয়ারি নির্বাচনে আওয়ামী লীগের মঞ্চে বক্তব্য দিয়েছে, ভোট কারচুপির সাথে জড়িত ছিল এমন লোকদের দিয়ে কমিটি করা হয়েছে, তাই আমরা অচিরেই এই কমিটি বাতিলের দাবী জানাই এবং ত্যাগী কর্মীদের যথাযোগ্য স্থানে মূল্যায়ন করার আহবান জানায়।