
লেখক: মোঃ শরিফুল ইসলাম, সিরাজগঞ্জ: নবজীবনের উদ্দাম তরঙ্গে-সুবাসিত প্রেম,
সেতো ভোলার নয় কারণ, সেতো প্রথম প্রেম। জীবন ভেলার তরি বেয়ে চলেছি অনেক বছর।
এর মাঝে ঘর হলো, বর হলো, সংসার হলো তবুও, সুবাসিত প্রেম, ভোলার নয় কারন, সেতো প্রথম প্রেম। কখনও সমুদ্র পারে, কখনো পাখির কলতানে, কখনও পার্কের সিট বেঞ্চে,বসে ভাবি ভূলে যাব! সুবাসিত প্রেম ভোলার নয় কারণ, সে তো প্রথম প্রেম।
স্বামীর সোহাগে, সন্তানের মাতৃত্বের ছোঁয়ায়, ভাবি স্মৃতি গুলো মুছে ফেলব।
তবুও,এমনটি হলো না। সুবাসিত প্রেম,ভোলার নয় কারণ, সে তো প্রথম প্রেম।
আবেগের তারণাতে আজ জীবনের শেষ অধ্যায়ে এসে দাঁড়িয়ে, বিবেকের কাঠগড়ায় আজি আসামী হয়ে দাঁড়িয়ে ভাবছি! আমি কি সত্যি ভূল করেছি? আজো ভূলতে পারিনি তাকে? পারবো না কখনো ভুলতে। সুভাসিত প্রেম কারণ, সে তো প্রথম প্রেম।