৫ই আগষ্ট ছাত্র হত্যা মামলার আসামী আওয়ামী লীগ নেতা গোলাম মর্তুজার রিমান্ড

মোহাম্মদ সুমন চৌধুরী, দৈনিক বাংলার বিপ্লব: আজ সোমবার (১০ মার্চ) আসামিকে আদালতে হাজির করা হয়েছে।মামলার তদন্ত কর্মকর্তা সাত দিনের রিমান্ড আবেদনের শুনানি শেষে ঢাকার অতিরিক্ত চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো: ছানাউল্লাহ তার দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

আদালতে উত্তরা পশ্চিম থানার সাধারণ নিবন্ধন শাখার কর্মকর্তা পুলিশের উপ-পরিদর্শক আতিকুল ইসলাম দৈনিক বাংলার বিপ্লবকে এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে তাকে উত্তরা পশ্চিম থানায় দায়ের করা মামলায় গত ৩ মার্চ গ্রেপ্তার করা হয়।হত্যা মামলাটিতে তিনি এজাহারনামীয় ১৪৮ নম্বর আসামি।ওইদিন তাকে পল্লবীর আলাদ্দিটেক সরকার আবাসিক এলাকা থেকে গ্রেপ্তার করে র‌্যাব-১ এর একটি দল।

খোঁজ নিয়ে জানা গেছে, গ্রেপ্তার গোলাম মর্তুজা পল্লবীতে জমি দখল এবং চাঁদাবাজির জন্য আলাদা কিশোর গ্যাং পরিচালনা করে আসছিলেন।গোলাম মর্তুজার বাবা হাজী কাবিল হোসেন সরকার পল্লবীর মুসলিম বাজারের সভাপতি ছিলেন।মুসলিম বাজারের সভাপতি থাকাকালীন তার বিরুদ্ধে দুদকসহ কয়েকটি ফৌজদারি মামলাও রয়েছে।ইলিয়াস মোল্লার অন্যতম সহযোগী গোলাম মর্তুজা।

প্রসঙ্গত, পল্লবী থানা এবং ক্যান্টনমেন্ট থানার আওতাধীন জুলাই-আগস্ট মাসে সংঘটিত নিরপরাধ ছাত্র-জনতার ওপর বিগত ফ্যাসিস্ট সরকারের পক্ষ থেকে যত হামলা ও নৈরাজ্য সৃষ্টির নেপথ্যে গোলাম মর্তুজা অন্যতম ইন্ধন ও অর্থদাতা বলে অভিযোগ রয়েছে। গত ৫ আগস্ট হত্যাযজ্ঞকে কেন্দ্র করে ঢাকার বিভিন্ন থানায় মর্তুজার নামে ৪টি মামলা হয়েছে। 

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *