
গৌরাঙ্গ বিশ্বাস,বিশেষ প্রতিনিধি: টাঙ্গাইলের সখিপুর উপজেলার কালিয়ান গ্রামের মাটি ব্যবসায়ী বাবুল হত্যা মামলায় গ্রেফতার তিন আসামির দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
গ্রেফতারকৃতরা হলেন— এসএম হারুন (৪০), জহিরুল ইসলাম গোলাপ (৫০) ও আসাদুজ্জামান (৩৮)।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, গত রোববার রাতে গোপন সংবাদের ভিত্তিতে কালিহাতী থানা পুলিশের একটি দল গাজীপুরের টঙ্গী এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে। তারা সবাই সখিপুর উপজেলার কালিয়ান গ্রামের বাসিন্দা।
পরদিন সোমবার, তাদের সাত দিনের রিমান্ড চেয়ে আদালতে হাজির করে পুলিশ। শুনানি শেষে আদালত প্রতিজনের দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেন।
এ বিষয়ে কালিহাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম ভূঁইয়া জানান, আসামিদের রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ চলছে। তদন্তের মাধ্যমে হত্যাকাণ্ডের প্রকৃত ঘটনা বেরিয়ে আসবে বলে তিনি আশা প্রকাশ করেন।