হামলার ঘটনায় জড়িতদের গাজীপুরে গ্রেফতারের আল্টিমেটাম জামায়াতের

মোহাম্মদ সুমন চৌধুরী, গাজীপুর: গাজীপুর জেলার কালীগঞ্জে জামায়াতের ইফতার মাহফিলে বাধা দেওয়াকে কেন্দ্র করে হামলার ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে উপজেলা জামায়াতে ইসলামী দলটি।

এ সময় ২৪ ঘণ্টার মধ্যে জড়িতদের গ্রেপ্তার করার আল্টিমেটাম দিয়েছেন জামায়াত ইসলামীর নেতারা। অন্যথায় আন্দোলনের হুঁশিয়ারি  দেন তারা।

আজ শুক্রবার (১৪ মার্চ) জুমার নামাজের পর কালীগঞ্জ উপজেলা জামায়াতের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

জাময়াত ইসলামীর নেতাকর্মীরা জানানা, বৃহস্পতিবার সন্ধ্যায় জামায়াতের ইফতার মাহফিলে বাধা দেন বিএনপির নেতাকর্মীরা। পরে এ নিয়ে দুইপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে জামায়াতের অন্তত ১০ জন কর্মী আহত হন।

এ ঘটনায় শুক্রবার ভোরে বাহাদুরসাদী ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি সোহরাব হোসেন বাদী হয়ে ১৩ জনের বিরুদ্ধে মামলা করেন। শুক্রবার দুপুর পর্যন্ত পুলিশ কোনো আসামিকে গ্রেপ্তার করতে পারেনি।

একদিকে হামলার প্রতিবাদে এবং আসামিদের গ্রেপ্তারের দাবিতে জুমার নামাজের পর গাজীপুর মহানগর জামায়াতের নায়েবে আমির ও কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য খায়রুল হাসানের নেতৃত্বে কালীগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনার থেকে একটি বিক্ষোভ মিছিল বাহির করা হয়। মিছিলটি বিএনপির পার্টি অফিস ও কালীগঞ্জ থানা অতিক্রম করে খোদেজা কমপ্লেক্সের সামনে এসে শেষ হয়।

পরে সংক্ষিপ্ত বক্তব্যে জামায়াত নেতারা ২৪ ঘণ্টার মধ্যে হামলাকারীদের গ্রেপ্তার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

উপজেলা জামায়াতের আমির মাওলানা মাহমুদুল হাসানের সভাপতিত্বে উপজেলা সেক্রেটারি তাজুল ইসলামের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য আইন বিষয়ক সম্পাদক মোখলেছুর রহমান।

এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা নায়েবে আমির মো. আফতাব উদ্দিন, মাওলানা বদিউজ্জামাল, পৌরসভা আমির মাওলানা আমিমুল এহসানসহ ইউনিয়ন জামায়াতের নেতারা।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন বলেন, “শুনেছি তারা (জাময়াতে ইসলামি) ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছে। তারা আল্টিমেটাম কেন যা খুশি তাই দিতে পারে।”

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *