
মোহাম্মদ সুমন চৌধুরী, গাজীপুর: গাজীপুরে এক বিএনপি নেতার আপত্তিকর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম সোস্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। বুধবার (১৬ এপ্রিল) মহানগর বিএনপির বাসন উমেট্রো থানার সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম মনিরের ২ মিনিট ৩৮ সেকেন্ডের ভিডিওটি ফেসবুকে ভাইরাল হয়।
এই ঘটনা কেন্দ্র করে নগরজুড়ে ব্যাপক আলোচনা, সমালোচনার আলোড়ন ঝড় সৃষ্টি হয়েছে।
ভিডিওতে দেখা যায়, বিএনপি নেতা মনির এক অজ্ঞাত নারীর সঙ্গে শারীরিক সম্পর্কে লিপ্ত হচ্ছেন। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর গাজীপুর জুড়ে সাধারণ জনগণ ও রাজনৈতিক নেতাকর্মীদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। শুরু হয়েছে সমালোচনার ঝড়।
বিএনপির একাধিক নেতাকর্মীরা জানান, দলীয় গুরুত্বপূর্ণ পদে থেকে এমন অসামাজিক কার্যকলাপ অত্যন্ত দুঃখজনক ও নিন্দনীয়। যা দলের ভাবমূর্তির জন্য হানিকর। তারা মনিরের বিরুদ্ধে দ্রুত দলীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।