গাজীপুর টঙ্গীতে দুই শিশুকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে।

স্টাফ রিপোর্টার মাহামুদুল হাসান: গাজীপুর: শুক্রবার বিকেলে স্থানীয় পূর্ব আরিচপুর রূপবানের মারটেক এলাকায় দুই শিশুকে কুপিয়ে জবাই করে হত্যার ঘটনা ঘটেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহগুলো উদ্ধার করে।

নিহত শিশুরা হলো- আব্দুল্লাহ (৩) ও মালিহা (৬), তারা ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর থানার তাতোয়াকান্দি গ্রামের আব্দুল বাতেনের সন্তান।

তারা স্বপরিবারে পূর্ব আরিচপুর এলাকা জনৈক সানোয়ারের আটতলা ভবনের দ্বিতীয় তলায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন।

স্বজনরা পুলিশ কে জানায়, শুক্রবার বিকেলে নিহত শিশুদের মায়ের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দুই শিশুর রক্তাক্ত নিথর দেহ দেখতে পান স্বজনরা। পরে তারা থানা পুলিশে খবর দিলে ঘটনাস্থলে গিয়ে পুলিশ মরদেহগুলো উদ্ধার করে ।

পুলিশ আরও জানায়, তবে কেন বা কি কারণে শিশু দুইটিকে হত্যা করা হয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি।

নিউজটি শেয়ার করুন

One thought on “গাজীপুর টঙ্গীতে দুই শিশুকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *