মারকাজে জমঈয়তে আহলে হাদীস পাকিস্তানের নেতৃবৃন্দের বাংলাদেশ জমঈয়তে আহলে হাদীসের কেন্দ্রীয় কার্যালয় পরিদর্শন:

নিয়াজ মোর্শেদ সিয়াম, বিশেষ প্রতিনিধি: আজ ৯ই ফেব্রুয়ারি রবিবার বিকাল ৪ ঘটিকায় মারকাজে জমঈয়তে আহলে হাদীস পাকিস্তানের নেতৃবৃন্দের বাংলাদেশ জমঈয়তে আহলে হাদীসের কেন্দ্রীয় কার্যালয় পরিদর্শন করেন।

এ সময় উপস্থিত ছিলেন মারকাযী জমঈয়ত আহলে হাদীস পাকিস্তান-এর মাননীয় আমীর ও পাকিস্তান জাতীয় পরিষদের সিনেটর প্রফেসর সাজিদ মীর, মারকাযী জমঈয়ত আহলে হাদীস পাকিস্তান-এর সেক্রেটারী জেনারেল ও পাকিস্তান জাতীয় পরিষদের সিনেটর শাইখ ড. হাফেয আব্দুল কারীম।

আল্লামা ইহসান ইলাহী জহির রহিমাহুল্লাহ এর ছেলে হাফেয আল্লামা শাইখ ইঞ্জিনিয়ার ইবতিসাম ইলাহী যহীর, সভাপতি, হারাকাতুল কুরআন ওয়াস্সুন্নাহ, পাকিস্তান।

মারকাযী জমঈয়ত আহলে হাদীস পাকিস্তান এর নায়েবে আমীর শাইখ ড. আব্দুল গফুর রাশেদ ও শাইখ ড. আবু তুরাব আলী মুহাম্মদ নূর মুহাম্মদ। মারকাযী জমঈয়ত আহলে হাদীস পাকিস্তান-এর সহকারী কোষাধ্যক্ষ হাফেয ফয়সাল আফজাল শেখ।

ইন্দোনেশিয়া থেকে আগত শাইখ জেজেন জাইনুল মুরসালিন মাদানী এ সময় উপস্থিত ছিলেন।

জমঈয়ত নেতৃবৃন্দের সাথে তারা মতবিনিময় করেন, কেন্দ্রীয় কার্যালয় ও জমঈয়ত শুব্বানে আহলে হাদীসের কার্যালয়, বাংলাদেশ আহলে হাদীস তালীমী বোর্ড এবং আল্লামা ড. মুহাম্মদ আব্দুল বারী রহ: কেন্দ্রীয় গ্রন্থাগার পরিদর্শন করেন।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জমঈয়তে আহলে হাদীস-এর মাননীয় সভাপতি অধ্যাপক শাইখ ড. আব্দুল্লাহ ফারুক হাফিজাহুল্লাহ, মাদরাসা মুহাম্মাদীয়া আরাবীয়ার সম্মানিত অধ্যক্ষ ও জমঈয়তে আহলে হাদীস-এর উপদেষ্টা, শাইখ মোস্তফা বিন বাহার উদ্দিন সালাফী ,সহ- সভাপতি প্রফেসর ড. মোহাম্মদ রঈসুদ্দীন, সেক্রেটারি জেনারেল শাইখ ড. মুহাম্মদ শহীদুল্লাহ খান মাদানী, বিদেশ বিষয়ক সেক্রেটারি শাইখ মোহাম্মদ ইব্রাহিম বিন আব্দুল হালিম মাদানী, শাইখ আব্দুর রব আফফান মাদানী, শাইখ আব্দুল্লাহ শাহেদ মাদানী, জনাব আনোয়ারুল ইসলাম জাহাঙ্গীর, জনাব চৌধুরী মমিনুল ইসলাম, ঢাকা মহানগর দক্ষিণ জমঈয়তে আহলে হাদীস এর সাংগঠনিক সেক্রেটারি শাইখ ইসহাক বিন এরশাদ মাদানী, শুব্বান বিষয়ক সেক্রেটারি হাফিজ ওয়াসিম উদ্দিন সজিব, কেন্দ্রীয় জমঈয়ত অফিসের বিভিন্ন দায়িত্বশীলগণ সহ অন্যান্য নেতৃবৃন্দ।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *