বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন করার দাবীতে, অবরোধ করছেন শিক্ষার্থীরা, ঢাকা সহ ‍উত্তরবঙ্গ ট্রেন যোগাযোগ বন্ধ

মোহাম্মদ সুমন চৌধুরী, গাজীপুর সিটি: শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তনের দাবিতে গাজীপুরের কালিয়াকৈর হাইটেক রেলস্টেশন এলাকায় রেললাইন অবরোধ করেছেন। আজ সোমবার (২৪ ফেব্রুয়ারি) সকাল সোয়া ৯টার দিকে রেললাইন অবরোধ করে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। এতে ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে।

শিক্ষার্থীরা জানান, বঙ্গবন্ধু ডিজিটাল ইউনিভার্সিটির (বিডিইউ) নাম পরিবর্তন করে গাজীপুর ডিজিটাল ইউনিভার্সিটি নামে গেজেট প্রকাশ করা হয়েছে। তবে শিক্ষার্থীদের দাবি, বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন করে ‘বাংলাদেশ ডিজিটাল ইউনিভার্সিটি’ করতে হইবে।

১৩ ফেব্রুয়ারি আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে বিশ্ববিদ্যালয়ের নাম ‘গাজীপুর ডিজিটাল ইউনিভার্সিটি’ করার ঘোষণা দেওয়া হয়। এরপর শিক্ষার্থীরা ‘বাংলাদেশ ডিজিটাল ইউনিভার্সিটি’ নামকরণ করার দাবি জানিয়ে আসছেন। এ দাবিতে কয়েকদিন ধরে তারা মানববন্ধন, বিক্ষোভসহ বিভিন্ন কর্মসূচি পালন করেছেন। গত শনিবার দুপুরে শিক্ষার্থীরা গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা-কালিয়াকৈর আঞ্চলিক সড়কে মানববন্ধন করেন।

ধারাবাহিক আন্দোলনের অংশ হিসেবে আজ সকাল ৯টা থেকে তারা বিক্ষোভ শুরু করেন। বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে থেকে মিছিল নিয়ে তারা সোয়া ৯টার দিকে কালিয়াকৈর হাইটেক রেলস্টেশন এলাকায় রেললাইন অবরোধ করেন। এ সময় সেখানে সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেন আটকা পড়ে। ওই ট্রেনে কয়েকজন রোগী ছিলেন। তাদের স্বজনদের অনুরোধে শিক্ষার্থীরা পৌনে ১০টার দিকে সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি ছেড়ে দেয়। তবে শিক্ষার্থীরা রেললাইনের ওপর বসে অবরোধ সৃষ্টি করে রেখেছেন।

হাইটেক স্টেশনের টিকিট বুকিং কর্মকর্তা মো. আলম দৈনিক বাংলার বিপ্লবকে বলেন, ‘জয়দেবপুর-যমুনা রোডে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। অবরোধের কারণে মৌচাক স্টেশনে বুড়িমারি এক্সপ্রেস ট্রেনটি থেমে আছে। এতে যাত্রীরা দুর্ভোগে পড়েছেন।’

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শাহরিয়ার কবির বলেন, ‘গাজীপুর ডিজিটাল ইউনিভার্সিটির নামটি বিশ্ববিদ্যালয়ের মর্যাদা ও পরিচয় স্পষ্টভাবে তুলে ধরে না। আমরা চাই, বিশ্ববিদ্যালয়টি বাংলাদেশ ডিজিটাল ইউনিভার্সিটি নামে স্বীকৃতি পাক, যা একাডেমিক ও প্রযুক্তিগত উন্নয়নের ক্ষেত্রে জাতীয় পর্যায়ে প্রতিষ্ঠিত হবে।’ দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা।

জয়দেবপুর জংশনের স্টেশনমাস্টার আবুল খায়ের চৌধুরী বলেন, ‘শিক্ষার্থীরা হাইটেক স্টেশনে সিরাজগঞ্জ এক্সপ্রেসটি বেশ কিছু সময় আটকে রাখেন। পরে যাত্রীদের অনুরোধে তারা ট্রেনটি ছেড়ে দেন। বর্তমানে রেললাইনে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।’

ইউনিভার্সিটির প্রক্টর রাকিব হোসেন বলেন, ‘নাম পরিবর্তনের বিষয়টি নিয়ে শনিবার জরুরি সভা ডেকে আলোচনা হয়েছে।’

নিউজটি শেয়ার করুন

One thought on “বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন করার দাবীতে, অবরোধ করছেন শিক্ষার্থীরা, ঢাকা সহ ‍উত্তরবঙ্গ ট্রেন যোগাযোগ বন্ধ

  1. Hello dainikbanglarbiplob.com,

    Do you need help driving traffic and converting visitors into leads for your business?

    Would you be interested in hearing more about it?

    Well wishes,
    Rosabel Edney | Digital Marketing Manager

    Note: – If you’re not Interested in our Services, send us “opt-out”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *