
দৈনিক বাংলার বিপ্লব নিজস্ব প্রতিবেদক: বিএনপির তিন অঙ্গ ও সহযোগী সংগঠন সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিলের আয়োজন করেছে ।
শনিবার (১৫ মার্চ) রাজধানীর হোটেল পূর্বানীতে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হবে।
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল এবং বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল একত্রে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে।
জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় সভাপতি আব্দুল মোনায়েম মুন্না এবং সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন এ তথ্য নিশ্চিত করেছেন।
যুবদলের শীর্ষ দুই নেতা জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের তদারকিতে এই ইফতার মাহফিলের আয়োজন করা হচ্ছে।বিএনপির শীর্ষ নেতারাও এই ইফতার মাহফিলে অংশ নেবেন।